অনলাইন ডেস্ক
প্রতি বছর ৯ মে ইউরোপ দিবস পালন করে ইইউ। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ইসরায়েলে অবস্থিত ইইউর কার্যালয়ে ইউরোপ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সেই অনুষ্ঠানে আসার জন্য উগ্রপন্থি বেন-গভিরকে মনোনীত করেছিল ইসরায়েল। আর এ কারণে ওই অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছে সংস্থাটি।
এ ব্যাপারে একটি বিবৃতিতে ইইউ বলেছে, এমন কাউকে তারা ইউরোপ দিবসের অনুষ্ঠানে ‘আমন্ত্রণ জানাতে চায় না’ যার দৃষ্টিভঙ্গি ইউনিয়নের সঙ্গে ‘সাংঘর্ষিক।’
বেন-গভিরকে মনোনীত করার পরই বিষয়টি নিয়ে আপত্তি জানায় ইইউ। সংস্থাটি অনুষ্ঠানে অন্য কাউকে পাঠানোর জন্য ইসরায়েলের সরকারের প্রতি অনুরোধ করেছিল। কিন্তু সেটি না রাখায় শেষ পর্যন্ত অনুষ্ঠানই বাতিল করে দেওয়া হয়েছে।
ইইউর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন বেন গভির। এক বিবৃতিতে তিনি বলেছেন, তারা গণতন্ত্র ও কূটনীতির কথা বললেও ‘অ-কূটনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বাতিল করার আগে ইসরায়েলের বন্ধুদেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন ইইউর প্রতিনিধিরা। ওই বৈঠকে শুধুমাত্র হাঙ্গেরি ও পোল্যান্ড অনুষ্ঠান বাতিলের বিরোধীতা করেছিল আর বাকি সবাই এর পক্ষে মত দিয়েছে।
এদিকে বেন-গভিরের কারণে ইউরোপ দিবস অনুষ্ঠানের একটি অংশ বাতিল করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি বাতিল করা হয়নি। সংস্থাটি জানিয়েছে, পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রমগুলো চলবে।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই উগ্রপন্থির সঙ্গে জোট বেঁধে গত বছর আবারও প্রধানমন্ত্রী হন। আগে থেকেই কট্টোর মনোভাবসম্পন্ন বেন-গভির মন্ত্রিত্ব পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন। তিনি ফিলিস্তিনিদের ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার মতো কথাও বলেছিলেন।
প্রতি বছর ৯ মে ইউরোপ দিবস পালন করে ইইউ। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ইসরায়েলে অবস্থিত ইইউর কার্যালয়ে ইউরোপ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সেই অনুষ্ঠানে আসার জন্য উগ্রপন্থি বেন-গভিরকে মনোনীত করেছিল ইসরায়েল। আর এ কারণে ওই অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছে সংস্থাটি।fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা