ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, তৃতীয় বর্ষ’র সেরা হয়েছে রাজশাহীর শাজেদুর রহমান শাহেদ। দ্বিতীয় হয়েছে ময়মনসিংহের অন্তিকা জান্নাত এবং তৃতীয় স্থান অধিকার করেছে বরিশালের অয়ন চক্রবর্তী। শীর্ষস্থান অধিকারী বাংলাবিদ হিসেবে শাহেদ পেয়েছে ১০ লাখ টাকার মেধাবৃত্তি।পুরস্কার হিসেবে তারা পেয়েছে যথাক্রমে তিন লাখ টাকা ও দুই লাখ টাকার মেধাবৃত্তি। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও ১১ অক্টোবর অনুষ্ঠিত মহোৎসব অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি, এম এম ইস্পাহানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি ও পরিচালক মির্জা আলী ইস্পাহানি, ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন এবং মুকিত মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন অতিথি বিচারক অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, প্রতিযোগিতার প্রধান তিন বিচারক অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক ও অভিনেত্রী ত্রপা মজুমদার এবং এম এম ইস্পাহানি লি. এর মহাপরিচালক ওমর হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার-সহ বিভিন্ন অঙ্গণের বিষ্টিজনেরা। বাংলা ভাষা নিয়ে একটি কোরাস পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন এম এম ইস্পাহানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির। চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিশেষ কারণে উপস্থিত না থাকলেও তিনি একটি ভিডিও বার্তায় শুভেচ্ছা বার্তা পাঠান। মহোৎসবে এক ঝাঁক তরুণ পারফরমারদের সঙ্গে নিয়ে একটি গান পরিবেশন করেন সৈয়দ আবদুল হাদী।
মহোৎসবে সেরা ৬ অংশ নিলেও সেরা দশজন প্রতিযোগীকে দেওয়া হয়েছে ১টি করে ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমানি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় দেশের অন্যতম জনপ্রিয় টিভি রিয়েলিটি শো এটি। এ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে মেধা ও মননের শ্রেষ্ঠ মিশেলের মানুষদের খুঁজে বের করা, যারা বাংলাকে হৃদয়ে ধারণ করে। যার স্লোগান ছিল ‘বাংলায় জাগো ভরপুর’।
ইস্পাহানি মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি নির্মাণ ও সম্প্রচার করেছে চ্যানেল আই। মহোৎসবের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া অন্য সেরা ৩ বাংলাবিদ ঢাকার সুমেহরা কবীর, বরিশালের খাতুনে জান্নাত প্রাপ্তি ও চট্টগ্রামের সাকিরা নূর মজুমদার। খায়রুল বাশারের সঞ্চালনায় মহোৎসব অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তাহের শিপন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা