অনলাইন ডেস্ক
রোববার দেশটির সংসদে মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী হন বেনেট। প্রধানমন্ত্রী হওয়ার পর বিশ্ব নেতারা নাফতালি বেনেটকে অভিনন্দন জানিয়েছেন। এরমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটারে হিব্রু ভাষায় অভিনন্দন জানিয়েছেন।
ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি বলেন,‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর (নতুন রূপ পাওয়ার পর) পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’’ বেনেটও জানিয়েছেন, তিনি মোদী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুই বছরের মধ্যে চারটি নির্বাচনের মাধ্যমে বিভক্ত দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন নাফতালি বেনেট। তিনি বলেন, তাঁর সরকার জনগণের কল্যাণে কাজ করে যাবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতের মতো বিষয়গুলোকে তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করবেন।
কট্টর ডানপন্থী রাজনীতিক ৪৯ বছরের নাফতালি বেনেট একসময় নেতানিয়াহুর খুব ঘনিষ্ঠ ছিলেন। ২০০৬ সাল থেকে দু’বছর তিনি নেতানিয়াহুর চিফ অব স্টাফ হিসাবে কাজ করেছেন। ২০০৮ সালে অবশ্য তার সাথে নেতানিয়াহুর মনোমালিন্য তৈরি হয় এবং লিকুদ পার্টি থেকে বেরিয়ে তিনি কট্টর ইহুদি দল ‘জিউয়িশ হোম’ পার্টিতে যোগ দেন এবং ২০১৩ সালে প্রথম এমপি হিসাবে নির্বাচিত হন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা