অনলাইন ডেস্ক
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে আবারও হামলা হয়েছে। শুক্রবার রাতে দেশটির পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে ইরনা জানিয়েছে, সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে হামলার চালানো হয়।
শুক্রবার একদিনে ইরাকের বিভিন্ন প্রদেশে মার্কিন সামরিক বহরে বেশ কয়েকটি হামলা হয়েছে যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। বৃহস্পতিবারও ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়।
শুক্রবার রাজধানী বাগদাদের পশ্চিমে আবুগ্রাইব এলাকায় মার্কিন সামরিক জোটের গাড়ি বহরে বোমা হামলা চালানো হয়।
রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্য এসব হামলা চালানো হয়। ব্যাবিলন প্রদেশের মহাসড়কে পেতে রাখা বোমা মার্কিন সেনাদের একটি বহরে আঘাত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরোও পড়তে পারেন : পুলিশের জন্য ২০০ জিপ কিনছে সরকার