অনলাইন ডেস্ক
ইরাকের সুলাইমানিয়া শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। ঘটনাস্থলে প্রায় ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ।
ওই প্রদেশের (সুলাইমানিয়া) প্রদেশের গভর্নর হাভাল আবুবাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।
এএফপি জানাচ্ছে, গতকাল বৃহস্পতিবার (১৭ই নভেম্বর) সন্ধ্যার দিকে সুলাইমানিয়া শহরে বিস্ফোরণ ঘটেছে। এতে প্রাথমিকভাবে ১১ জন নিহত ও আরও ১৩ জন আহত হয়েছে। তবে সুলাইমানিয়া প্রদেশের বেসামরিক সুরক্ষা বিভাগ দাবি করছে, শেষ পর্যন্ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জনের প্রাণহানি ঘটেছে।
স্থানীয় জনগণের বরাত দিয়ে এএফপি আরো জানাচ্ছে, ভবনের একটি ট্যাংকে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটেছে। জরুরী সেবা বিভাগের কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংস্তুপের নিচে উদ্ধার অভিযান চালাচ্ছেন। বিস্ফোরণে ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পাশের কয়েকটি ভবন ও সড়কে থাকা পাঁচটি গাড়িও পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত: গত অক্টোবর মাসের শেষের দিকে রাজধানী বাগদাদে গ্যাসবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও আরও ১৩ জন আহত হন। এর আগে ২০২১ সালের এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে অগ্নিকা-ে ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা