অনলাইন ডেস্ক
বুধবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৮ মার্চ) জুমার নামাজের পর পাগলার থানার মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জলিল মিয়া ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আনসার বাহিনীতে চাকরি করতেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আব্দুল আউয়াল তার লোকজন নিয়ে আনসার সদস্য জলিল মিয়ার ওপর হামলা চালায়।’
‘পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার (২২ মার্চ) রাতে নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে মামলা করেন। সে মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা