অনলাইন ডেস্ক
৬৫ ফিট উপর থেকে কেবল-কার আছড়ে পড়ল মাটিতে। উত্তর ইতালির ভারবানিয়াতে। মৃত ১৪ জন। আহত এক শিশু।
এই কেবল-কারে চড়ে আল্পসের অপূর্ব শোভা উপভোগ করেন পর্যটকরা। সেই সঙ্গে লেক ও জঙ্গলের দৃশ্যও আছে। সেই মনোরম দৃশ্য উপভোগ করতেই রোববার সেখানে গিয়েছিলেন বেশ কিুছু মানুষ। কিন্তু তাদের কেবল-কার ৬৫ মিটার উপর থেকে নীচে আছড়ে পড়ে। মারা গেছেন ১৪ জন। দুইটি বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন সেখানে মারা যায়। অন্যজন গুরুতর আহত।
ন্যাশনাল অ্যালপাইন রেসকিউ সার্ভিস জানিয়েছে, দুইটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। উদ্ধারকারী দলও দ্রুত পৌঁছে যায়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকজন কেবল-কারেই আটকা পড়েছিলেন। বাকিরা জঙ্গলে গিয়ে পড়েন।
কেবল-কারটি একটি পাহাড়ের ঢালে পড়েছিল। সেজন্য উদ্ধারকাজে কিছুটা অসুবিধা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কেবল ছিঁড়ল কী করে?
ডিডাব্লিউ-র প্রতিনিধি সীমা গুপ্তা জানিয়েছেন, মনে করা হচ্ছে, ট্র্যাকশন কেবল ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
অ্যালপাইন রেসকিউ সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, যেখানে দুর্ঘটনা হয়েছে, সেখানে কেবল অনেক উপর দিয়ে গিয়েছে। সেজন্য কেবল-কারটি মাটিতে আছড়ে পড়ার পর অভিঘাত অনেক বেশি হয়েছে।
এই কেবল লাইনটি ২০১৬ সালে সারানো হয়েছিল। লকডাউনের পর গতমাসেই তা খুলে দেয়া হয়েছিল। ২০ মিনিটের কেবল কার রাইড ছিল পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
আরোও পড়তে পারেন : নির্বাচন নিয়ে ইসিকে সতর্কতা অবলম্বনের পরামর্শ এনসিপি’র