অনলাইন ডেস্ক
এরই ধারাবাহিকতায় রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর পাশে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- হাদিয়া জামান ও মোকছেদুল ইসলাম। তারা দু’জনেই সুন্দরগঞ্জ উপজেলার ১৪ চন্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিলেন দুই যুবক। এ সময় হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও অটোভ্যান দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সেতুর সংযোগ সড়কের কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হন। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, সেতু চালুর পর থেকেই মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে চলাচল করছেন। একদিকে আলোবিহীন সেতু অন্যদিকে একটি মোটরসাইকেলে দুই থেকে চারজন পর্যন্ত আরোহী নিয়ে সেতু পার হন তারা। দুর্ঘটনা রোধে সবার সচেতনতার পাশাপাশি পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ। তিনি বলেন, ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। বেপরোয়া গতি ও চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে। এছাড়া সেতুতে আলো না থাকাও দুর্ঘটনার একটি কারণ।
তিনি আরও বলেন, সেতুর শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হয়েছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই অনুমোদন মিলবে।
উল্লেখ্য, তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র এক দিন পরই সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সরবরাহের তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতুটি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। এতে করে অন্ধকারে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন, আর দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে কয়েকগুণ।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সেতুর সংযোগ সড়কের কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হন। নিহত খোদেজা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা