অনলাইন ডেস্ক
বুধবার রাতে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে সবার দৃষ্টি ছিল রোনালদোর ওপর। অবশ্য এগিয়ে যাবার সুযোগ থাকলেও অবশেষে ত্রাতা হয়ে থাকা রোনালদোতেই জিতেছে পর্তুগিজরা। সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাও বনেছেন এই পর্তুগিজ মহাতারকা।রেকর্ডের হাতছানি দেওয়া ম্যাচে অবশ্য প্রথমে হতাশ করেছিল পর্তুগিজ সুপারস্টার। আলি দাইয়ের রেকর্ড ভেঙে একচ্ছত্রভাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলস্কোরার হতে আরও বেশি সময় নিল। অবশ্য প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগে একপ্রকার রোনালদোর রেকর্ড গড়া হয়েই গেছিল। তবে বাদ সাধলো আইরিশ গোলরক্ষক বাজুনু।
প্রথমার্ধে পেনাল্টি ছাড়াও একাধিক সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। তবে দুর্দান্ত হেডে শেষ মুহুর্তে আইরিশদের এগিয়ে দেন জন ইগান। পিছিয়ে থেকে বিরতি যেতে হয় পর্তুগিজদের।
ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। এসময় দলকে দারুণ এক হেডে গোল করে সমতায় ফেরান রোনালদো। আর সেই সঙ্গে আলী দাইকে ছাড়িয়ে যান তিনি। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল রোনালদোর রেকর্ড ১১০তম গোল। অবশ্য যোগ করা সময়ে নিজের নামে গড়া রেকর্ডটার ব্যবধান আরো বাড়িয়ে নিলেন তিনি। অতিরিক্ত সময়ের ছয় মিনিটের মাথায় হেডে জালে বল জড়ান রোনালদো। তাতে ক্যারিয়ারের ১১১তম গোলটি হয়ে গেল রোনালদো। সিআরসেভেনের রেকর্ডের দিনে অবশ্য পর্তুগালকে ২-১ গোলের ব্যবধানের জয় পায়। দুটি গোলই রোনালদোর।
১৯৯৩-২০০৬ সাল থেকে ইরানের হয়ে ১০৯ গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন আলি দাই। ইউরো ২০২০ এ ফ্রান্সের বিপক্ষে দুই গোল করে রেকর্ডটা ছুঁয়ে ফেলেছিলেন সিআর সেভেন। এবার আলি দাইকে ছাড়িয়ে রোনালদো লিখলেন নতুন বিশ্বরেকর্ড।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা