অনলাইন ডেস্ক
গতকাল রোববার রাতে নিজেদের ঘরের মাঠ এমিরাটসে দাপট দেখিয়ে খেলেছে আর্সেনাল। কিন্তু ৮০তম মিনিটে ইয়াকুব কিউইরের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে গানাররা। এবার তো সমতায় ফেরার জন্য মরিয়া মিকেল আরতেতার শিষ্যরা। যে কারণে রক্ষণের চিন্তা বাদ দিয়ে গোল করার জন্য উঠেপড়ে লাগে আর্সেনাল। রক্ষণভাগের এমন বিশৃঙ্খল অবস্থার সুযোগ নিলেন লিভারপুলের লুইস দিয়াজ। ম্যাচের ইনজুরি সময়ের শেষ মুহূর্তে (৯৫তম মিনিটে) গোল করেন তিনি। ফলে ২-০ গোলে জিতে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেছে লিভারপুল।
প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। আত্মঘাতী গোল হজমের পর শেষ মুহূর্তে গোল করে আর্সেনালের সমর্থকদের নিস্তব্ধ করে দেন দিয়াজ। এর মাধ্যমে টানা তৃতীয় হার দেখলো আর্সেনাল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ফুলহাম ও ওয়েস্টহ্যামের কাছে হেরেছে গানাররা।
ম্যাচ জিতে লিভারপুল অধিনায়ক অ্যালেক্সান্ডার-আর্নল্ড বলেন, ‘আমরা অভ্যন্তরীণভাবে হাফটাইমে মাঠের খেলার ধরন পরিবর্তন করেছি এবং আমরা উঠে এসে ফুটবল খেলেছি এবং সুযোগ তৈরি করেছি। প্রথমার্ধে এমন সময় ছিল যে আমরা কিছুটা নির্বোধ ছিলাম। আমরা বেশ কয়েকবার আক্রমণ করেছি তাই আমাদের সুযোগ ছিল।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা