নিজস্ব প্রতিবেদক
আহমেদ সাব্বির রোমিও বলেন- পরিচিত মানুষ গুলো চলে যাওয়ার সংবাদগুলো মনটাকে দূর্বলকরে দেয়। স্বপনদা’র চলে যাওয়াটা মেনে নিতে খারাপ লেগেছে। আমি বরাবরই সাংবাদিক, মিডিয়া সংশ্লিষ্ট বন্ধু বান্ধবদের সহযোগীতায় নিজেকে পাশে রাখার চেষ্টা করি, বিশেষ করে চিকিৎসা সেবা বা হাসপাতাল সংক্রান্ত কোন হেল্প লাগলে যথাসাধ্য চেষ্টা করি পাশে থাকার।
গভীর রাতেও কেউ যদি আমাকে এ বিষয়ে সহযোগীতা চান আমি চেষ্টা করি পাশে থাকার। এর আগেও স্বপন ভাই যখন অসুস্থ ছিলেন আমি তার খোঁজ নিয়েছি। কথা বলেছি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে।
মাত্র কদিন আগেই যে লোকটি তার ফেসবুক স্ট্যাটাসে শোক সংবাদ লিখেছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী এন্ড্রু কিশোর কে নিয়ে। আজ তিনি নিজেই শোক সংবাদ! কি বিচিত্র আমাদের জীবন! এক সেকেন্ডের নাই ভরসা!!
আজকাল আমরা অনেকেই এপারে ভালোর থাকার জন্য একজন অন্য জনের পাশে দাঁড়াতে চেষ্টা করি না। অনুভূতিগুলো যেন ধীরে ধীরে ভোতা হয়ে যাচ্ছে আমাদের!! তাইতো মারা যাবার পরে দু’ কলম লিখি, ” ওপারে ভালো থাকবেন “।
আমার নিজের শরীরটা খুব একটা ভালো না, কখন কি হয় বলা মুশকিল। মহামারীর এই সংকটকালীন সময়ে হুট করে হয়তো আমিও চলে যেতে পারি ওপারে।
অগ্রীম ক্ষমা চেয়ে নিলাম সকলের কাছে থেকে। কেউ যদি মার কোন ব্যাবহারে মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে নিজগুণে ক্ষমা করে দিবেন। আমি মারা গেলে আমার এমন আপন কেউ নেই যে দু’কলম লিখবে, ” ওপারে ভালো থাকবেন রোমিও ভাই “।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা