অনলাইন ডেস্ক
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা; ঢাকার গল্পগুচ্ছের মঞ্চে রাত ৯টায় পা রাখেন নোরা ফাতেহি। একদল নৃত্যশিল্পী নেচে-গেয়ে অভ্যর্থনা জানান তাঁকে। এ সময় নোরা ফাতেহি নিজের মুগ্ধতা প্রকাশ করে নোরা বলেন, ‘শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, ঢাকায় এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। আমি খুবই আনন্দিত বোধ করছি। ’
দর্শকদের উল্লাস দেখে উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়ে নোরা ফাতেহি বলেন, ‘লাভলি এনার্জি গাইজ, লাভলি…’ । বাংলাদেশের নারী ক্ষমতায়নে আপনার পরামর্শ কী? এমন প্রশ্নের জবাবে নোরা ফাতেহি বলেন, ‘আমি নারীদের উদ্দেশে একটি কথা বলবো আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো; নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো। শিক্ষাপ্রতিষ্ঠানে যাও। ’
নোরা ফাতেহি মঞ্চে নিজের প্রতিক্রিয়া জানালেও কোনো পারফরম্যান্সে অংশ নেননি। তবে মনোনীত নারীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। একটি ডকুমেন্টারির শুটেও অংশ নেন তিনি। আয়োজনে বাংলাদেশ থেকে সাবিলা নূর ও পূজা চেরি ফ্যাশন শো’তে অংশ নেন।
ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকছেন। নির্ধারিত আয়োজন শেষ করে শনিবার বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা