অনলাইন ডেস্ক
কোহলি বলেন, ‘এমনটা অবশ্য আমার ক্যারিয়ারে প্রথম ঘটছে না। এমনটা আরও কয়েকবার ঘটেছে। তার মধ্যে ২০১৪ সালের ইংল্যান্ড সফর ছিল। মাঠের বাইরের মানুষেরা যেভাবে আমাকে দেখে, ঠিক সেভাবে আমি আমাকে দেখিও না, মূল্যায়নও করি না। যে পারফরম্যান্স দিয়ে মানুষ আমাকে মূল্যায়ন করে সেটার স্ট্যান্ডার্ড কিন্তু আমিই তৈরি করেছি। অন্য যেকারো চেয়ে আমি সবচেয়ে বেশি চেষ্টা করে থাকি দলকে কিছু দেওয়ার জন্য। এটা আমার গর্বের বিষয়। লম্বা সময় কিন্তু আমি আমার দলের জন্য অবদান রেখেছি।’
‘আসলে খেলাধুলায় কখনো কখনো এমন সময় যায়। আপনি ঠিক যেভাবে চাইবেন, সবকিছু ঠিক সেভাবে হবে না। দিনশেষে আমি উপলব্ধি করতে পারলাম যে একটা সময় আমি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে, একজন ব্যাটসম্যান হিসেবে বছরের পর বছর অনেক মনে রাখার মতো মুহূর্ত উপহার দিয়েছি। এগুলো অবশ্য আমার জন্য গর্বের বিষয়। দলের প্রয়োজনের সময় অনেক ভালো ভালো জুটির অংশ ছিলাম আমি। দলের কঠিন সময়ে অনেক টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলাম। এগুলো থেকে আমি অনুপ্রেরণা নিচ্ছি।’
‘আসলে আমার ফর্ম নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সবাই দিনশেষে পারফরম্যান্স করে দলে অবদান রাখতে চায়। আমিও অবদান রাখতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা জিনিস আমি সত্যিকার অর্থেই বিশ্বাস করি সেটা হলে— আমার কাউকে কিছু প্রমাণ করে দেখানোর দরকার নেই। আপনাদের কাজ আমাকে বিচার করা। আপনারা আমার জায়গায় থাকলেও তাই হতো। বিচার করা কিংবা সমালোচনা করা বাইরের মানুষের কাজ। বাইরের মানুষের মতো করে আমি আমাকে বিচার করি না।’
ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি কোহলি। তবে এখন পুরোপুরি ফিট তিনি। মঙ্গলবার থেকে কেপ টাউন টেস্টে খেলতে প্রস্তুত তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা