অনলাইন ডেস্ক
৫ দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। বাড়তি দরেও বিক্রি হচ্ছে আমদানি জাতও। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে মানভেদে আমদানি জাত বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা দরে। ফরিদপুরের পেঁয়াজের দর ৪৪ টাকা আর রাজশাহী অঞ্চলের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৪৮ টাকা। পাড়া-মহল্লায় দাম গিয়ে ঠেকেছে ৫০ টাকা পর্যন্ত।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পূজার ছুটি আর আমদানি কমে আসার অজুহাত দেখিয়ে বাজার আবার অস্থির করা হয়েছে। স্থলবন্দরে কমেছে আমদানি। চার দিনের ব্যবধানে কেজি প্রতি দাম ৮ থেকে ১০ টাকা দাম বেড়ে ইন্দোর জাত বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা দরে এবং নাসিক জাত বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে।
বছরে পেঁয়াজের চাহিদা সাড়ে ৩৫ লাখ টন। এর মধ্যে ৩০ শতাংশ আমদানি করতে হয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা