অনলাইন ডেস্ক
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর গত ডিসেম্বরে আবার বিয়ের পিড়িতে বসেন অভিনেতা আরবাজ খান। রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে নতুন করে সংসার পাতেন। এবার তারকা এ দম্পতির পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালের সামনে একসঙ্গে দেখা যায় আরবাজ ও সুরাকে। ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েন দম্পতি। এতেই বলি পাড়ায় গুঞ্জন শুরু হয় এ দম্পতির পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেছেন আরবাজ-সুরা। বিয়ের আগে বেশ কিছু দিন সম্পর্কে থাকলেও তা গোপন রেখেছিলেন দু’জন। প্রায় এক বছর সম্পর্কে ছিলেন দু’জন।
সুরার আগে অভিনেত্রী তথা মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ। মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা। ২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের বৈবাহিক জীবন ছিল তাঁদের।
আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। পাঁচ বছর সম্পর্কে থাকার পর সেই সম্পর্কেও সম্প্রতি ভাঙন ধরেছে। বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন মালাইকা ও অর্জুন। মালাইকা-অর্জুনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সম্পর্ক ভাঙলেও তাঁরা দু’জন পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন।