সিনিয়র স্টাফ রিপাের্টার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট মিজানুর রহমান মিজানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা হলের নিজ কক্ষ থেকে তাকে আটক করেছে পুলিশ। ঘটনার দিন আবরারকে রুম থেকে কে ডেকে নিয়ে গিয়েছিল সে বিষয়ে পুলিশ তার কাছে জানার চেষ্টা করবে বলে জানা গেছে। এরআগে সকালে যে রুমে আবরার ফাহাদের উপর নির্যাতন হয়েছিল সেই রুমের ছাত্র অমিত সাহাকে রাজধানীর সবুজবাগ থেকে আটক করেছে পুলিশ।
গত ৬ অক্টোবর শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে লেখাপড়া করছিল বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। এসময় ফেসবুকের একটি পোস্টের জেরে তাকে ডেকে নিয়ে তিনদফা নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর অনেকটা বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা