অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কার ৩৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার লাহিরু থিরামান্নে। এক ফেইসবুক পোস্টে ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিয়েছেন তিনি। ব্যাটিং স্টাইলের কারণ এবং প্রতিভার কারনে তাকে নতুন কুমার সাঙ্গাকারা বলা হয়।
অবসরের বিষয়ে থিরিমান্নে বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, সেরাটা দিয়ে চেষ্টা করেছি, খেলাটাকে সম্মান করেছি এবং দেশের জন্য আমার কাজটা সততার সঙ্গে করেছি। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। এর পেছনে অনেকগুলো অপ্রত্যাশিত বিষয় কাজ করেছে। সেগুলো বলতে চাই না। শুধু সুযোগ দেওয়ার জন্য বোর্ড, কোচ ও সতীর্থদের ধন্যবাদ দিতে চাই।
২০১৯ সালের অক্টোবরে শেষ ওয়ানডে এবং ২০২২ সালের মার্চে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে লাহিরু ৪৪ টেস্টে তিন সেঞ্চুরি ও ১০ ফিফটিতে দুই হাজার ৮৮ রান করেছেন। ১২৭ ওয়ানডে খেলে চার সেঞ্চুরি ২১ ফিফটিতে তিন হাজার ১৯৪ রান করেছেন। এছাড়া ২৬ টি-২০ ম্যাচ খেলেছেন তিনি।
আরোও পড়তে পারেন : পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন