অনলাইন ডেস্ক
অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। স্থানীয় সময় বুধবার মধ্যরাত পর্যন্ত তাকে গ্রেপ্তারের সময় দেওয়া হয়েছিল। সর্বশেষ সময়ের মাত্র কয়েক মিনিট আগে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
বুধবার স্থানীয় সময় রাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজের বাসভবনের কাছেই একটি কারাগারে এ দণ্ড ভোগ করতে যান তিনি। খবর বিবিসির।
বৃহস্পতিবার জুমার আত্মসমর্পণের খবর জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ২৯ জুন এক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্টকে ১৫ মাসের কারাদণ্ড দেয় দেশটির সাংবিধানিক আদালত।এদিকে, জুমার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তকারীদের তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা না করা বিষয়টি আদালতে স্পষ্ট হওয়ার পর তাকে এ দণ্ড দেওয়া হয়।দক্ষিণ আফ্রিকায় জুমার আগে আর কোনো প্রেসিডেন্টের কারাদণ্ড হয়নি।
জুমা ক্ষমতায় থাকাকালীন রাজনীতিকদের সহযোগিতায় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবসায়ীরা প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে রাজনৈতিক চক্রান্তের বলি হিসেবে দাবি জুমার।
২০১৮ সালে নিজ দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসই ক্ষমতাচ্যুত করে জুমাকে। তবে এখনও বিপুল অনুসারী রয়েছে তার।জুমার গ্রেপ্তার ঠেকাতে একাধিকবার নিজ বাড়ির বাইরে মানবঢাল তৈরিতে জড়ো হয়েছিলেন বিপুলসংখ্যক সমর্থক।