বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর উত্তরসূরি বলে মন্তব্য করেছেন মাসুদ সাঈদী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারীর সঙ্গে তার সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে এমন মন্তব্য করেন।
মাসুদ লিখেছেন– ‘আপনারা যারাই আজ কোরআনের হক্ব কথাগুলো মানুষকে বলছেন, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছেন, তাদের মাঝে মানুষ আল্লামা সাঈদী হাফেজাহুল্লাহকে খুঁজে পায়। আপনাদের প্রতিটি কথা ও কাজ তারা আল্লামা সাঈদীর সঙ্গে মিলিয়ে নেয়। আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে দেশের মানুষ আপনাদেরই বেছে নিয়েছে।’
তার ভাষ্য– ‘আপনার চলে যাওয়ার সিদ্ধান্তে যদিও আপনাকে মিস করব, অসংখ্য-অগণিত মানুষ তথাপি সবার জন্যই সান্ত্বনার বিষয়ও আছে।
হয়তো আপনি সাময়িক চোখের আড়ালে থাকবেন, কিন্তু আপনার কণ্ঠ এখন ছড়িয়ে গেছে সর্বত্র। আপনি পৌঁছে গেছেন বাংলার ঘরে ঘরে।’
আজহারীর উদ্দেশে মাসুদ লিখেছেন– ‘চলে যাওয়া মানে হেরে যাওয়া নয়/চলে যাওয়া মানে চিরস্থায়ী বিচ্ছেদ নয়/চলে যাওয়া মানে কোনো অধ্যায়ের পরিসমাপ্তিও নয়/চলে যাওয়া মানে সকল বন্ধন ছিন্ন করাও নয়– এ যাওয়া বড়ই সাময়িক…’।
প্রসঙ্গত চলতি বছরের মার্চ পর্যন্ত সব তাফসির কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান আজহারী। এ সময়ে গবেষণার কাজে তিনি মালয়েশিয়ায় চলে যাচ্ছেন বলে জানিয়েছেন।
নিজের কর্মসূচি স্থগিত করার পেছনে পারিপার্শ্বিক কারণের কথাও উল্লেখ করেছেন তিনি।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা