অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর পেয়ে জীবন পাল্টেছে বহু সাধারণ মানুষের। তাদেরই একজন আম্বিয়া। কখনও অপরের জায়গায়, কখনও ঝুপড়ি ঘরে থেকেছেন। এখন থেকে তিনি থাকবেন নিজ ঠিকানায়। সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন আম্বিয়া। একই চিত্র রিবা বেগমের সংসারেও। তারা দু’জন এখন পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
আহাম্মদপুরে ৫৩টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পর ঘর। একসময় যাদের কিছুই ছিলো না, তারা নিজেদের মতো করে বাঁচতে চাইছেন। ৮০ বছর বয়স্ক ইউসুফ আলী-সীমা খাতুন দম্পতির বহু সংগ্রামের সংসারে এখন স্বস্তি।
এই প্রকল্পের ৪০নম্বর ঘরটি মাটি কাটার শ্রমিক হাফিজার। ৮ জনের সংসার নিয়ে অন্যের বাড়িতে থাকা ছিলো দুর্বিষহ। একটি ঠিকানা পাওয়ায় উচ্ছ্বসিত তিনি।
এমন অনেক আনন্দের গল্প এখন আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে। প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জন্য সবসময় তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষ।
সুজানগর উপজেলা তরিকুল ইসলাম নির্বাহী কর্মকর্তা জানালেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
ভূমি ও গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আজ সারাদেশে ২২ হাজার ১০১টি ঘর হস্তান্তর করা হবে। এ উপলক্ষে পাবনা, খুলনা ও নোয়াখালী জেলায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষের বিশেষ পুনর্বাসন কর্মসূচীর মাধ্যমে এ পর্যন্ত দুই লাখ ৩৮ হাজার ৮৫১টি ঘর ভূমি ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা