অনলাইন ডেস্ক
তার শিক্ষাজীবন শুরু খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ১৯৮৭ সালে ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে এসএসসি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও ধানমন্ডির মালেকা সায়েন্স কলেজ থেকে বি.কম পাস করেন।
১৯৯২ সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। সামিরা ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তা ছাড়া তিনি সালমানের ২টি সিনেমার পোশাক ডিজাইন করেছিলেন।
সালমান শাহ ছিলেন ১৯৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তার সবগুলো সিনেমা সুপার-ডুপার হিট হয়েছিলো। চলচ্চিত্রে তার অভিষেক ছিলো একজন প্রতিষ্ঠিত নায়কের মতোই।
ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহ মাত্র ২৭টি সিনেমা দিয়ে দর্শকের হৃদয় জয় করে হয়ে গিয়েছিলেন বাংলা সিনেমার রাজপুত্র। প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
১৯৮৫ টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।
দ্বিতীয় সিনেমা ‘তুমি আমার’ দিয়ে শাবনূরের সাথে জুটিবব্ধ হয় এই ‘মহানায়ক’, এই জুটি মোট ১৪টি ছবিতে অভিনয় করে সবগুলোই ছিলো ব্যবসা সফল।
পর্দায় তার পোশাক-পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনয়-দক্ষতায় খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেন।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘স্বপ্নের ঠিকানা’ ছিলো বাংলা চলচ্চিত্রের দ্বিতীয় সর্বাধিক আয় করা সিনেমা। তৎকালীন সময়ে ছবিটি ১৯ কোটি টাকা ব্যবসা করে। সালমানের শেষ ছবি বুকের ভেতর আগুন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই নায়ক। তদন্তে জানা যায়, তিনি আত্মহত্যা করেছেন। যদিও অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা