অনলাইন ডেস্ক
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে অ্যাডিলেড ওভালে। শুধু তাই নয়, বুধবার সন্ধ্যায়ও অ্যাডিলেডে বৃষ্টির আশঙ্কা আছে। কোনওভাবে বৃষ্টির জেরে যদি সেই ম্যাচ ভেসে যায়, তাহলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রবল চাপে পড়ে যাবে ভারত-বাংলাদেশ। কারণ ভারতের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ আছে মেলবোর্নে। যেখানে বৃষ্টির জন্য একাধিক ম্যাচ ভেসে গেছে।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বুধবার অ্যাডিলেডের আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। সর্বোচ্চ দুই মিলিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া দিতে পারে বলে জানানো হয়েছে।
সমান ৩ ম্যাচে দুই জয় উভয় দলের। একটি করে হার আছে নামের পাশে। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই দলই আছে সেমিফাইনালের দৌঁড়ে। ভারত আছে তালিকার ২ নম্বরে, রানরেটে পিছিয়ে থেকে বাংলাদেশের অবস্থান তালিকার ৩ নাম্বারে।
সেমিফাইনালে যেতে হলে এই জয় বড় পাথেয় হবে দুই দলেরই জন্যে। ফলে জয় পেতে মরিয়া হয়ে উঠবে দুই দল, জয় খুঁজবে হন্যে হয়ে। যদিও ৭০ ভাগ আশঙ্কা আছে বৃষ্টিতে ম্যাচ ভণ্ডুল হয়ে যাবার। যদি তাই হয়, তবুও বাংলাদেশেরই হবে উপকার।
এর আগে ১১ বার মুখোমুখি হয়েছিলো দুই দল। যেখানে ১ জয়ের বিপরীতে ১০ হার দেখেছে বাংলাদেশ। অর্থাৎ ১০ বারই জিতেছে ভারত। বিশ্বকাপে দুই দলের সাক্ষাৎ
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা