অনলাইন ডেস্ক
‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল সেরা ১২-তে যোগ দিচ্ছে, সেই বিষয়টি চূড়ান্ত হবে দুটি ম্যাচ শেষেই। যে দল জিতবে, তারাই যাবে সুপার টুয়েলভে। মাঠের খেলায় এটাই একমাত্র সমীকরণ।
বাংলাদেশ সময় সকাল ১০টায় উইন্ডিজ-আয়ারল্যান্ড এবং বেলা ২টায় স্কটল্যান্ড-জিম্বাবুয়ে নামবে হোবার্টের বেলেরিভ ওভালে। এই চার দলের প্রত্যেকে দুটি ম্যাচ খেলে একটি করে জিতেছে। প্রত্যেকের পয়েন্ট ২। কেবল নেট রান রেটে এগিয়ে থেকে সবার উপরে স্কটল্যান্ড, এরপর যথাক্রমে জিম্বাবুয়ে, উইন্ডিজ ও আয়ারল্যান্ড।
স্কটল্যান্ডের কাছে হারা উইন্ডিজ ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে জিতে। আর আয়ারল্যান্ড জিম্বাবুয়ের কাছে হারার পর জিতেছে স্কটল্যান্ডের বিপক্ষে। আজকের দিনে দুটি ম্যাচে যে জিতবে, সেই উঠবে সুপার টুয়েলভে। তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই খেলবে সুপার টুয়েলভে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা