অনলাইন ডেস্ক
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
এই সময় তিনি প্রথম আক্রান্তের ৪৫ দিনের সময় বিশ্বের বিভিন্ন দেশের অবস্থার সাথে বাংলাদেশের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার তুলনামূলক তথ্যও উপস্থাপন করেন।
বাংলাদেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৭ জন হয়েছে।
গত এক দিনে আরও ১৬ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন, তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা ছিলেন।
তাদের মধ্যে ৪ জনের বয়স ৬০ বছরের বেশি। দুই জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, বাকি ১ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২১ টি প্রতিষ্ঠানে এখন নতুন করোনাভাইরাসের পিসিআর টেস্ট হচ্ছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে ৩ হাজার ৪১৬টির পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে ৩৬ হাজার ৯০টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা