অনলাইন ডেস্ক
এনামুল হক মনির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইমার্জিং আম্পায়ার হলেন সৈকত। ১৫ই মার্চ এই পদোন্নতি দেওয়া হয় বলে জানায় বিসিবি। বিসিবি আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তা জানান, এক-দুই মাসের মধ্যেই দ্বিপক্ষীয় সিরিজের জন্য নিয়োগ দেওয়া হতে পারে সৈকতকে। আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে অভিষেক হতে পারে তাঁর।
২০১১ সাল থেকে পারফরম্যান্স মূল্যায়ন করে এলিট প্যানেলের আগের ধাপ হিসেবে ইমার্জিং আম্পায়ার মনোনয়ন করছে আইসিসি। বাংলাদেশের এনামুল হক মনিকে নিরপেক্ষ টেস্টে আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক টেস্ট ক্রিকেটার হিসেবে। ২০১২ সালের জানুয়ারি মাসে নেপিয়ারে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। পরবর্তী সময়ে মনিকে আর ইমার্জিং প্যানেলে রাখা হয়নি। সে তুলনায় সৈকতকে সৌভাগ্যবানই বলতে হবে। পদোন্নতি পাওয়ার আগে দেশের মাটিতে ৯টি টেস্ট ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন তিনি। এখন থেকে বিদেশে দ্বিপক্ষীয় সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ওয়ানডে ম্যাচও পাবেন সৈকত।
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম, পরের বছর নারী টি২০ বিশ্বকাপ এবং সর্বশেষ ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ার ছিলেন তিনি। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিয়মিতই মনোনয়ন দেয় আইসিসি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা