অনলাইন ডেস্ক
নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। কদিন আগেই এ ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় দলের পর এবার তার আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এ সময়ের অন্যতম ব্যাটসম্যান কোহলি।সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশে নিজেদের মিশন শুরুর আগে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ভারতীয় অধিনায়ক।পরের মৌসুমে নতুন অধিনায়ক খুঁজতে হবে এই ফ্র্যাঞ্চাইজিকে।
মাঝপথে থমকে যাওয়া আইপিএলের চতুর্দশ আসর পুনরায় শুরুর দিন এই সিদ্ধান্ত জানান কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের দেওয়া ভিডিও বার্তায় তিনি নেতৃত্ব ছাড়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।
“আজ (রোববার) সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এটা আমার ভাবনায় ছিল। অনেক বছর ধরেই আমার ওপর চাপ অনেক বেশি। আর, তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।’
“আগামীতেও আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সতেজ হয়ে, ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে কীভাবে আমি এগিয়ে যেতে চাই, সেই ব্যাপারে পরিষ্কার হতে আমার এই নির্ভার হওয়াটা দরকার। বুঝতে পারছি বেঙ্গালুরু একটা পালাবদলের মধ্য দিয়ে যাবে। আগামী বছর বড় নিলাম আসছে।”
২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর হয়েই খেলে আসছেন কোহলি। ২০১৩ সালে দলটির নেতৃত্ব গ্রহণ করেন। কিন্তু, এখনো দলকে শিরোপা উপহার দিতে ব্যর্থ বেঙ্গালুরুর অধিনায়ক।
এই দলের হয়ে ফেলে আসা দিনগুলো নিয়ে কোহলি বলেন, ‘আনন্দ বেদনা হতাশার নয় বছরের অসাধারণ এক যাত্রা। এখানে খুশির মুহূর্ত ছিল, বেদনার মুহূর্ত ছিল। আমি সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে নিঃশর্ত ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য। এটা স্রেফ একটা বিরতি। এটা যাত্রার শেষ নয়, যাত্রা চলবে। যেভাবে অনেক বছর ধরে চলছে, সেভাবেই চলবে। সবাইকে ধন্যবাদ।’