অনলাইন নিউজ ডেস্কঃ
বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের মা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী জাহানারা হক মারা গেছেন।
তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৩টা ৪০মিনিটে মৃত্যু বরণ করেন বলে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার জোহরের নামাজের পর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদে সীমিত পরিসরে পারিবারিকভাবে জাহানারা হকের জানাজা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা %