অনলাইন ডেস্ক
নিজেদের সবধরনের প্রতিযোগিতা থেকে ১৯৬৫ সালের করা অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করল ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির নির্বাহী কমিটিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছে ক্লাব ফুটবলে নিয়মটি বাতিলের।
বৃহস্পতিবার (২৪ জুন) উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচ দশক ধরে অ্যাওয়ে গোলের নিয়মে খেলা চলে আসছিল। অনেক দিন ধরেই এই নিয়মের বিরোধিতা করে আসছিল অনেকেই। তার মধ্যে আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার ও অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে অন্যতম।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, উয়েফার ক্লাব প্রতিযোগিতায় দুই প্রতিপক্ষ দুই লেগে মিলে সমান সংখ্যক গোল করলে ম্যাচে দুই অর্ধেই ১৫ মিনিট করে অতিরিক্ত সময় দেয়া হবে। তাও যদি ফল না পাওয়া যায় সেক্ষেত্রে পেনাল্টি শুট আউট দেয়া হবে বলে জানানো হয়।
এমন সিদ্ধান্তে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচগুলো আরও আক্রমণাত্মক হবে বলে মনে করেন সেফেরিন।
য়েফা প্রধানের ভাষায়, ‘নতুন নিয়ম ম্যাচের মূল উদ্দেশ্যে প্রভাব ফেলবে। কারণ আগের নিয়মে গোল হজমের ভয়ে স্বাগতিকদলগুলো আক্রমণে যেতো না।’