অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে পরাজয় এড়ানোর ম্যাচেও প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ১৫০ রান করেও ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসনের গতির মুখে পড়ে ৮ উইকেটে ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ইফতেখার আহমেদ। এছাড়া ওপেনার ইমাম-উল-হক করেন মাত্র ১৪ রান। পাকিস্তানের বাকি ৮জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে রিচার্ডসন শিকার করেন ১৮ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও সেন অ্যাবোর্ট।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা