বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, ক্যান্সারসহ কোনো রোগকেই অবহেলা করা ঠিক না। ক্যান্সার আগেভাগে চিহ্নিত করা গেলে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব।
তিনি বলেন, বিশ্ব ক্যান্সার দিবসের এবারের প্রতিপাদ্য হলো, “আমি আছি এবং আমি থাকবো।” অর্থাৎ ক্যান্সার রোগীদের পাশে থেকে অত্যন্ত যত্নের সাথে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হবে। ক্যান্সারের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের সকলকে লড়ে যেতে হবে। আমাদেরকে সকলকে এ বিষয়ে আরো বেশি যত্নশীল হতে হবে।
তিনি বলেন, ক্যান্সার রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিন “লাইননাক মেশিন”-এর চিকিৎসাসেবা কার্যক্রম শীঘ্রই কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ ব্লকের সামনে বটতলায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। পরে বেলুন উড়িয়ে জনসচেতনতামূলক র্যালির শুভ উদ্বোধন করেন বউপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
গুরুত্বপূর্ণ এই র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
আরো উপস্থিত ছিলেন শিশু অনুষদের ডীন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টস এর সাধারণ সম্পাদক অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবদুস সোবহান প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি (ক্যান্সার) বিভাগ, প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ, শিশু হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগ, ওরাল এন্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগসহ বিভিন্ন বিভাগের উদ্যোগে আয়োজিত মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে জনসচেতনতামূলক র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা