অনলাইন ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। আর আইপিএলের আসন্ন আসর শুরু হবে ২১ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। দু’টি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেন্সে হবে। গতকাল (রোববার) বিসিসিআইয়ের বিশেষ মিটিং শেষে এমনটাই জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।
এর আগে অবশ্য জানা গিয়েছিল, ২০২৫ আইপিএলের পর্দা উঠবে ১৪ মার্চ। ফাইনাল হবে ২৫ মে। এবার সেই সূচিতে কিছুটা বদল আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই টুর্নামেন্টটি শুরু হয়ে যেত। এবার সপ্তাহখানেক পিছিয়ে যাওয়ায় কিছুটা বিরতি থাকছে।
১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটার দল পাননি। তেমনি নিলাম থেকে বাংলাদেশের কারো প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা