অনলাইন ডেস্ক
শনিবার (১১ ডিসেম্বর) সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ে ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। রাতে এসোসিয়েট শ্রেণীর ফলাফল ঘোষনা করা হয়। দুটি প্যানেলের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ৪ জন এবং সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে দুজন নির্বাচিত হয়েছেন।
এতে (২০২২-২৩) দুই বছরের জন্য এসোসিয়েট শ্রেণীতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ ৬৫৭ ভোট, ওয়াহিদুজ্জামান ৬১২ ভোট, মুজিবুর রহমান মিন্টু ৬৫৭ ভোট ও কাজী মোস্তাফিজুর রহমান ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে সিলেট ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক ৫৭০ ভোট ও হাজী সরোয়ার হোসেন ছেদু ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের অপর দুই প্রার্থী জয়দেব চক্রবর্তী ৪৯৮ ভোট ও মাহবুবুল হাফিজ মুশফিক পেয়েছেন ৪৪৭ ভোট। সিলেট ব্যবসায়ী পরিষদের অপর ৪ প্রার্থী আবুল কালাম ৫৩২ ভোট, রাজ্জাক হোসেন ৪৯৮, রিয়াদ আহমদ রুবেল ৪৩৭ ও সাহাদাত করিম পেয়েছেন ৪১৭ ভোট।
সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড জানায়, সিলেট চেম্বারের ৪ সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ৬, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্ডিনারি শ্রেণি থেকে ১৬ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১২ জন, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে ১ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে অর্ডিনারি ভোটার সংখ্যা ১৩৪৮ জন, অ্যাসোসিয়েট ১২৪২ জন, ট্রেড গ্রুপ ৯ জন ও টাউন অ্যাসোসিয়েশন ১ জন। এরপর পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
অপরদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ট্রেড গ্রুপ শ্রেণিতে বর্তমান সভাপতি আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমিনুর রহমান নির্বাচিত হয়েছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা