দক্ষিণ এশিয়া গেমসে (এসএ গেমস) শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার রাতে নেপালের কাঠমান্ডুর দসরথ স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।
শ্রীলঙ্কার বিপক্ষে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। কোচ জেমি ডের একাদশে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের পরিবর্তে জায়গা পেয়েছিলেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাটের ১২ মিনিটে তার করা গোলেই এসএ গেমস প্রথম জয়ের মুখ দেখলো লাল-সবুজ জার্সিধারীরা বাংলাদেশ।
এর আগে এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জেমি ডের শিষ্যরা।
মালদ্বীপকে ৬ রানে গুটিয়ে দিলো বাঘিনীরা, জোড়া সেঞ্চুরি বাংলাদেশের
শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ এখন তলানিতে থেকে এক লাফে চলে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। কাল অন্য ম্যাচে ভুটান ২-১ গোলে মালদ্বীপকে হারিয়ে চলে গেছে শীর্ষে। তাদের পয়েন্ট তিন ম্যাচে ছয়। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল।
তিন ম্যাচে বাংলাদেশেরও পয়েন্ট চার। তারা অবশ্য নেপালের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। মালদ্বীপ ও শ্রীলঙ্কার পয়েন্ট দুই করে। এই পাঁচ দলের শীর্ষ দুই দল ১০ ডিসেম্বরের ফাইনালে খেলবে।
আগামীকাল নেপালের প্রতিপক্ষ মালদ্বীপ। আর ভুটানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশকে ফাইনালে যেতে হলে এখন ৮ ডিসেম্বর নেপালের বিপক্ষেও জিততে হবে।
একমাত্র জয় ও একটি ড্র নিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ফাইনালের পথে ঠিকে রইলো বাংলাদেশ।
লিগ পর্বের শীর্ষ দু’টি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা