জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতির গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার রাজীবপুরে, যা নেত্রকোনা-৩ আসনের অন্তর্ভুক্ত। কিন্তু অনেক দিন ধরে তাঁর এলাকার রাস্তাটি সংস্কার হয়নি। এ জন্য বহু চেষ্টা-তদবির করেও ব্যর্থ হয়েছেন শিল্পী। অবশেষে ১২ জুলাই এক ভিডিও বার্তায় বিষয়টি তুলে ধরেছেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, ‘আমি কুদ্দুস বয়াতি এ দেশের জন্য কী করেছি তা ১৬ কোটি মানুষ জানে। দেশের এখন অনেক উন্নতি হচ্ছে। অথচ আমার এই রাস্তাটি হলো না। এখান থেকে দুই কিলো রাস্তা, নপারা বাজার পর্যন্ত। চার-পাঁচটি গ্রামের মানুষ এই কাদা রাস্তা নিয়ে বিপদে আছে। এমপির বাড়ির রাস্তা ঠিকই হয়ে গেছে, আমার রাস্তাটি হলো না। আমি সরকারকে অনুরোধ করব অচিরেই আমার এই রাস্তাটি করে দেওয়ার জন্য।’
ভিডিওতে কুদ্দুস বয়াতি মাটির ভাঙা রাস্তাটির চিত্রও তুলে ধরেন। ভিডিওটি প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেল ‘বয়াতি গান’ থেকে।
কিছুদিন আগে খাদ্যনালি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন বয়াতি। এখন অনেকটাই সুস্থ। বয়াতি ফাউন্ডেশনের পর এবার একটি জাদুঘর করছেন বলেও জানালেন তিনি।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা