অনলাইন ডেস্ক
জাভির অভিষেকের সাক্ষী থাকতে ৯৪২২ সমর্থকের পাশাপাশি ম্যাঞ্চেস্টার থেকে উড়ে এসেছিলেন পেপ গার্দিওলা! শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন লিওনেল মেসি। এসব দেখে ১১ বছর বয়সে প্রথম বার্সেলোনায় আসা জাভি অভিভূত হয়ে যান।
সোমবার স্থানীয় সময় দুপুর একটায় ক্যাম্প ন্যু-তে আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর করেই তিনি এগিয়ে যান গ্যালারির দিকে। ফুটবল জীবনে যে ভাবে তিনি দুই হাত তুলে ভক্তদের অভিবাদন গ্রহণ করতেন, একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখলেন ফুটবলপ্রেমীরা। সাংবাদিক সম্মেলনে বার্সার নতুন ম্যানেজার শান্ত অথচ বলিষ্ঠ স্বরে বলেন ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমি প্রস্তুত, আত্মবিশ্বাসী। আমার কাছে মনে হয়েছে এটাই বার্সায় আসার উপযুক্ত সময়।’জাভি বলেন, তিনি গুরু গার্দিওলার পথই অনুসরণ করতে চান। তার কথায়, ‘এই মুহূর্তে একটা বিষয় খুব পরিষ্কার, আমরা একেবারেই ভাল জায়গায় নেই। আমাদের প্রধান লক্ষ্য ভাল ফুটবল উপহার দেওয়া এবং সাফল্য অর্জন করা। গুয়ার্দিওলাও এই দর্শনে বিশ্বাসী। ও বিশ্বের সেরা ম্যানেজার। আমি ভাগ্যবান ইওহান ক্রুয়েফ, ফ্র্যাঙ্ক রাইকার্ড, লুইস এনরিকে, লুই ফান হাল, গার্দিওলার মতো অভিজ্ঞ কোচেদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি।
ফুটবলার হিসাবে বার্সেলোনার হয়ে ১৮ বছরে ৭৬৭টি ম্যাচ, ২৫টা ট্রফি, দুইবার ট্রেবল জয়, তিনবার ব্যালন ডি’অরে তৃতীয় স্থান অধিকার করার পর কোচ হিসাবে কাতালান ক্লাবে প্রত্যাবর্তন ঘটল জাভির।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা