অনলাইন ডেস্ক
‘এ’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ২-২ গোলে রুখে দিয়েছে লাইপজিগ। ঘরের মাঠে শুরু থেকে একের পর এক আক্রমণে মেসিবিহীন পিএসজিকে চেপে ধরে জার্মান ক্লাবটি। অষ্টম মিনিটে ক্রিস্টোফার এনকুকুর গোলে লিড নেয় লাইপজিগ। মিনিট চারেকের মাথায় স্পট কিক থেকে গোল আদায়ে ব্যর্থ হয় সিলভা। তবে ২০ মিনিটে উইনাল্ডামের গোলে সমতায় ফেরে পিএসজি। প্রথমার্ধের শেষ দিকে এই ডাচ ডিফেন্ডারের গোলে লিড নেয় ফরাসি ক্লাবটি।
এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাইপজিগের পক্ষে ব্যবধান ২-২ করেন ডমিনিক। পিএসজির জন্য ম্যাচটি হতাশার হলেও আসরে এটিই প্রথম পয়েন্ট লাইপজিগের।
এ ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘এ’তে দ্বিতীয় অবস্থানে আছে পিএসজি। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। লাইপজিগ এক পয়েন্ট নিয়ে আছে সবার তলানিতে এবং ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে ক্লাব ব্রুগ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা