রেলওয়ে মহাপরিচালক মো. শামসুজ্জামান বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম জেলা শহর যশোরের বেনাপোলকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দেওয়া ‘বেনাপোল এক্সপ্রেস’ কার্যকরী ভূমিকা রাখবে। ঢাকা-বেনাপোল রেল চালু শুরু হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে সমৃদ্ধিশালী। মানুষ রাজধানী থেকে যানজটমুক্ত ও নিরাপদে বেনাপোল আসতে পারবে।
আজ শনিবার বেলা ১১টায় বেনাপোল রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বেনাপোল রেলস্টেশনে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান রেলের কর্মকর্তাসহ শার্শা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তিনি বলেন, বেনাপোল আন্তর্জাতিক বর্ডারসহ এখানে রয়েছে ভারত বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। ব্যবসা-বাণিজ্য, পাসপোর্ট যাত্রীসহ এ অঞ্চলের মানুষের জন্য এ রেল হবে মাইলফলক। বেনাপোল রেলস্টেশনে তৈরি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
স্থানীয় সুধীদের সাথে এক মতবিনিময় সভায় বেনাপোল রেলস্টেশনের পুলিশ ইমিগ্রেশন রুমে বেনাপোল সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজনের সভাপতিত্বে প্রধান অতিথি রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান বলেন, এই জনপদে এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও উন্নয়নের জন্য কয়েক দফায় এসেছেন। তিনি এই জনপদের উন্নয়ন নিয়ে ভাবতেন। আজ তার সে স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বেনাপোলসহ প্রতিটি রেলস্টেশনে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করার। এ ট্রেনটিসহ রেলের সকল সম্পদ আপনাদের সম্পদ। এই সম্পদ ধরে রাখার দায়িত্ব কর্তব্য আপনাদের। আপনারা দেখবেন কোনো অপরাধী যাতে এই সম্পদের ক্ষতিসাধন না করে। চোরাচালানিরা যেন রেলের কোনো অংশ কেটে তাদের চোরাই পণ্য না ঢুকাতে পারে। তাহলে তা সহজে মেরামত করা সম্ভব হবে না। বেনাপোল থেকে আজ যে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে ট্রেন চালু হচ্ছে ভবিষ্যতে এ রুটে আরো একটি ট্রেন দেওয়া হবে।
তিনি আরো জানান, বেনাপোল থেকে নড়াইল হয়ে মাওয়া দিয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় রেল চালু হবে। বেনাপোল-ঢাকা রুটে বেনাপোল থেকে সোয়া একটায় ট্রেনটি ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে রাত ৯টায়। আবার ঢাকা থেকে রাত ১২.৪০ মিনিটে ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৮ টায়। ট্রেনটিতে ১২টি বগি থাকবে। দুটি এসি চেয়ার, একটি কেবিন ও বাকি নয়টি থাকবে চেয়ার কোচ। মোট আসন সংখ্যা হবে ৯০০। সপ্তাহে ৬ দিন ননস্টপ এ ট্রেনটি বেনাপোল-ঢাকা চলাচল করবে। ভাড়ার তালিকা অনুযায়ী শোভন চেয়ার ৫৬৪ টাকা, এসি চেয়ার ১০১৩ টাকা এসি-সিট ১২১৩ টাকা, এসি স্লিপার-১৮৬৯ নির্ধারণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, জেনারেল ম্যানেজার খন্দকার শহিদুল ইসলাম, প্রধান অডিট অফিসার মো. আব্দুল মান্নান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহনেওয়াজ, প্রধান সংকেত ও টেলি প্রকৌশলী অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ শওকত, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহম্মেদ, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান প্রমুখ।
NB: This post is copied from kalkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা