অনলাইন ডেস্ক
শুক্রবার হয়ে গেল ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এটি হয়ে থাকে এমসিকিউ ফরমেটে। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় এবার একটি প্রশ্ন এসেছে চলচ্চিত্র বিষয় থেকে।
যে চলচ্চিত্র থেকে প্রশ্নটি এসেছে সেই সিনেমাটির নাম রেহানা মরিয়ম নূর। সিনেমাটি দেশে এখনও মুক্তি না পেলেও সরকারি কর্মকমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং প্রশ্ন হিসেবে রেখেছে। আর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের পরিচালক কে? কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি। এ ছাড়া আলোচিত সিনেমাটি এবার অস্কারে যাচ্ছে। এবার সিনেমাটি নিয়ে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রশ্ন এসেছে। এ বিষয়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, এটা তাদের সিনেমা সংশ্লিষ্টদের জন্য অবশ্যই গর্বের বিষয়। তারাও ভাবেননি বিষয়টি। তার একজন শুভাকাঙ্ক্ষি প্রশ্নপত্রের অংশটি ইনবক্সে পাঠালে প্রথম জানতে পারেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় তাদের সিনেমা নিয়ে একটি প্রশ্ন ছিলো।এ বিষয়ে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন বলেন, ‘পরীক্ষা শেষ হতে না হতেই মেসেঞ্জারে একের পর এক আসতে থাকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের খণ্ডিত অংশ, যেখানে “রেহানা মরিয়ম নূর” প্রসঙ্গ এসেছে। আমি তো অবাক। এ আমি কী দেখছি। স্বপ্নেও যা ভাবিনি!