অনলাইন ডেস্ক
ঝিনাইদহ হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়ার্ডগুলোতে মশারিঘেরা বিছানায় সারি সারি শুয়ে আছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা। হাসপাতালে ভর্তি এমনই একজন শৈলকুপার ফুলহরি গ্রামের শিপন জোয়ার্দ্দার। তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার মা। শিপনের মতো ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বেশ কয়েকজন। বেশিরভাগ রোগীই আসছে মফস্বল থেকে। তাদের অনেকে আবারও রাজধানী ফেরত। সংশ্লিষ্টদের তথ্যমতে, হাসপাতালে আসা প্রায় ৮৫ শতাংশ রোগীই রাজধানী ফেরত।
চিকিৎসকরা বলছেন, ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। জ্বর না কমলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ।
পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু জানান, ডেঙ্গু মোকাবেলায় শহরজুড়ে অভিযান চালাচ্ছেন তারা। সাথে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার কথা বলছেন জনপ্রতিনিধিরা।
প্রসঙ্গত, ঝিনাইদহে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন। এক নারীসহ মারা গেছে ২জন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা