অনলাইন ডেস্ক
শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের ১৫৪ রানের টার্গেট দেয় টাইগাররা। বাংলাদেশের হয়ে আজ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিলো নাঈম শেখ এর, ৫০ বলে ৬৪ রানের একটি কার্যকর ইনিংস খেলেন তিনি। এছাড়া ব্যাটে স্বাচ্ছন্দ্যে ছিলেন সাকিবও, তার ব্যাট থেকে আসে খুবই গুরুত্বপূর্ণ ৪২ টি রান।
জবাবে ব্যাট করতে নেমে যতিন্দর সিংয়ের ৪০ ও কাশ্যপ প্রজাপতির ২১ রানের ইনিংসে বেশ চাপেই পড়ে বাংলাদেশ। কিছুক্ষণের জন্য ওমানের আশা জাগিয়ে রেখেছিলেন অধিনায়ক জিসান মাকসুদ। কিন্তু, মুস্তাফিজের বলে মাহাদীর হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি ফিরে গেলে জয়ের আশা ক্ষীণ হয়ে আসে স্বাগতিকদের। শেষদিকে ওমানের হয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখার লড়াই অনেকটা যেন একাই চালিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ নাদিম, ১টি ৬ ও ১টি ৪ এর সুবাদে ১৫ রান সংগ্রহ করেন তিনি।
আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজ, আর সাকিব আল হাসান ফুল স্পেল বোলিং করে ২৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ টি উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও মেহেদি নিয়েছেন ১টি করে উইকেট।
এ ম্যাচে জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জিইয়ে রাখলো টাইগাররা। বাছাইপর্বের পরের ম্যাচে টাইগাররা আগামী ২১ তারিখ মুখোমুখি হবে পাপুয়া নিউ গিনির।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা