সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস্ অব বাংলাদেশ এর ১৭তম জাতীয় সম্মেলন এর উদ্বোধন
স্বাস্থ্যখাতের টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে প্রায় ১০ বছর ধরে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। আদালতে সংশ্লিষ্ট বিষয়ে মামলা এর প্রধান কারণ। এতে করে স্বাস্থ্যসেবা খাতের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস্ অব বাংলাদেশ এর ১৭তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্রমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।
স্বাস্থ্রমন্ত্রী বলেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। যত দ্রুত সম্ভব স্বাস্থ্রখাতে ২০ থেকে ৩০ হাজার জনবল নিয়োগ দেবে সরকার। বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতের বিরাট অর্জন রয়েছে।
সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস্ অব বাংলাদেশ এর ১৭তম জাতীয় সম্মেলন রবিবার ( ১ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মডিক্যাল বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) মোঃ আসাদুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এনইড হেড-নেক সার্জনস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল হাসনাত জোয়ারদার।
স্বাগত বক্তব্য রাখেন ১৭তম জাতীয় অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জারি সম্মেলন ২০১৯-এর অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস্ অব বাংলাদেশে এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম।
ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস্ অব বাংলাদেশ এর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. খোরশেদ আলম মজুমদার।
সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি এন্ড হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. নাসিমা আখতার, অধ্যাপক ডা. মোঃ মোসলেহ উদ্দিন প্রমুখসহ সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জনস্ অব বাংলাদেশ এর সদস্যবৃন্দ, বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর “ভ্যাকসিন হিরো” পুরস্কার অর্জন করেছেন। চলতি মাসের ৮ তারিখে সাড়ে চার হাজার চিকিৎসক যোগদান করবেন। আগামী বছর আরো সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। সম্প্রতি ১৩০০ চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়াও গত মাসে প্রায় ৫ শত চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের জন্য সাড়ে চার শত গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। উপজেলাতে চিকিৎসকদের থাকার সুব্যবস্থাসহ তাঁদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, সবার কাছে গ্রণযোগ্য ও কল্যাণকর হবে এমন স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ক্রম বিকাশমান ও বিজ্ঞানের অগ্রযাত্রার এই যুগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগ দ্রুত এগিয়ে যাচ্ছে। নতুন নতুন বিষয় সংযোজিত হচ্ছে। এই বিভাগে বর্তমানে চারটি ডিভিশন চালু রয়েছে। শীঘ্রই আরো ২টি ডিভিশন চালু করা হবে। এই বিভাগে ফেলোশীপের ব্যবস্থা করা হয়েছে। নাক কান গলা বিভাগের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেয়া, উক্ত বিভাগের উন্নতি ও সমৃদ্ধিতে যা যা প্রয়োজন এর সবকিছুতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।
অন্য বক্তারা সর্বাধুনিক সার্জারির জন্য রোরটিক সার্জারি চালু, বধিরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আধুনিক চিকিৎসার জন্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া, হিয়ার এইড সেন্টারগুলো একটি শৃঙ্গলা ও যথাযথ নিয়ন্ত্রণে নিয়ে আসা, টোবাকোর উপর সরকারের নিয়ন্ত্রণ জোরদার করা, শব্দ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া, নাক, কান, গলা বিষয়ের সব ধরণের চিকিৎসাসেবাকে মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমকে আরো বিস্তৃত করতে কার্যকরী উদ্যোগ নেয়ার জোরালো আহ্বান জানান।
সম্মেলনে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখার জন্য ১১ বিশেষজ্ঞ চিকিৎসককে সম্মাননা দেয়া হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা