অনলাইন ডেস্ক
আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দুই টাইগার ওপেনার আউট হয়েছেন পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে ১১ রান করে নাইম শেখ এবং ১৬ রান করে লিটন দাস আউট হয়েছেন।
তিনে নেমে শুরুটা ভালো করেন সৌম্য। তাঁকে সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম। তবে তাঁদের দুজনের জুটি ভেঙেছে ১৩ রান করা মুশফিকের বিদায়ে। দাসুন শানাকার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। আফিফও বড় ইনিংস খেলতে পারেননি তরুণ এই ব্যাটসম্যান। লাহিরু কুমারার বলে আউট হয়েছেন ১১ রান করে।
বাংলাদেশের আশার প্রদীপ হয়ে থাকা সৌম্যও ফিরেছেন হাফ সেঞ্চু্রির আগে। ওয়ানিন্দৃ হাসারাঙ্গার বলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১ চার ও ২ ছয়ে ২৬ বলে ৩৪ রান করেছেন সৌম্য।শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৫, শেখ মেহেদি হাসানের অপরাজিত ১৬ রানের সুবাদে ১৪৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার দুশমন্থ চামিরা।
বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশী বোলারদের বোলিং তান্ডবে দলীয় ৭৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে লঙ্গা শিবির। তবে শেষ দিকে এসে শ্রীলঙ্কার রানের চাকা সচল করে অভিষকা ফার্নান্দো। এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ৩২ বলে তুলে নেনে ফিফটি যার ফলে কিছুটা চাপে পরে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিষ থিকশানা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা