অনলাইন ডেস্ক
এ ম্যাচে প্রথম গোলের জন্য ৫০ মিনিট অপেক্ষা করতে হয় জার্মানিকে। একই সময়েই কাই হাভার্টজের গোলে লিড নেয় তারা। এরপর অল্প ব্যবধানে দুটি গোল করেন টিকো ওয়ার্নার। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালা করেন চতুর্থ গোল। এ গোলের সুযোগ সৃষ্টি করে দেন কারিম আদেয়েমি।
জার্মানি দুই ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানীয় দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে। এর ফলে পরের দুই ম্যাচে তারা পরাজিত হলেও কোন দলের পক্ষেই তাদেরকে শীর্ষস্থানচ্যুত করা সম্ভব হবে না। জোয়াকিম লোভের কাছ থেকে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর জার্মানি ফ্লিকের অধীনে ৫ ম্যাচ খেলে সব কটিতেই জয়ী হয়েছে।
জার্মানির সঙ্গে গ্রুপ ‘জে’তে আছে রোমানিয়া, ৮ ম্যাচে যাদের পয়েন্ট ১৩। টেবিলের তিনে মেসিডোনিয়া, তাদের পাশে ১২ পয়েন্ট। সমান পয়েন্ট চারের আর্মেনিয়ার। পাঁচে আইসল্যান্ড, ৮ পয়েন্ট নিয়ে। তলানির লিচেনস্টাইন ৮ ম্যাচে জমাতে পেরেছে কেবল ১ পয়েন্ট।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা