অনলাইন ডেস্ক
সাদা বলের ক্রিকেট আরও বেশি মনোযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ইতোমধ্যেই হেড কোচ ক্রিস সিলভারউড ও অধিনায়ক জো রুটকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মঈন আলী।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের আগে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন মঈন। বর্তমানে আইপিএলে আরব-আমিরাত পর্বে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। পরে ১১ দিনের ব্যবধানে টি-টোয়েন্টি আর চার মাস ব্যবধানে টেস্ট অভিষেক হয়।
ইংল্যান্ডের হয়ে ৬৪ টেস্টে ১১১ ইনিংস ব্যাট করে করেছেন ২৯১৪ রান। ক্যারিয়ার সেরা ১৫৫* ছাড়াও ২৮.২৯ গড়ে করেছেন আরো চারটি শতক। ফিফটি আছে ১৪ টি। বল হাতেও দারুণ কাজ করেছেন এই অলরাউন্ডার। ৩৬.৬৬ গড়ে শিকার করেছেন ১৯৫ উইকেট।
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। খেলবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলার সম্ভাবনা রয়েছে তার।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা