অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশান লেকে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি (গুলশান-১ রোড-৩১) নৌকাটি ডুবে যায়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নৌকাটি ডুবে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি উদ্ধারে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, নৌকায় সাত থেকে আট জন যাত্রী ছিলেন। তারা লেক পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। তবে সব যাত্রীরাই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।এই লেকটি নৌকা চলাচলের জন্য অনুমোদিত না থাকলেও অনেকে লেকটি দিয়ে কড়াইল বস্তিতে যাতায়াত করেন
তিনি আরও বলেন, নৌকার মাঝিকেও জীবিত উদ্ধার করা হয়েছে। তারপরও আমাদের ডুবুরিরা উদ্ধার অভিযান চালান।
আরোও পড়তে পারেন : জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি