অনলাইন ডেস্ক
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরাকে বাইরে রেখে একাদশ সাজান কিংস কোচ অস্কার ব্রুজোন। ১২তম মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও কিংসদের জালে বল পাঠাতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের মারাজ হোসেন। ৩১তম মিনিটে বক্সের খানিকটা বাইরে থেকে রবিনহোর দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
বিরতির পর ৫৩তম মিনিটে রবিনহোর আড়াআড়ি পাস বাঁ পায়ের শটে জালে পাঠিয়ে বসুন্ধরাকে এগিয়ে দেন কিংসলি। ৬৩ মিনিটে সেই কিংসলিই ব্যবধান দ্বিগুণ করেন। ফার্নান্দেসের কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে অনায়াসে তিনি বল জালে পাঠিয়ে দেন। ৮০তম মিনিটে প্রতিপক্ষ রক্ষণভাগকে বোকা বানিয়ে কাজটি করে গোলমুখে রবিনহোকে বল ঠেলে দেন জোনাথন। সেই বল জালে পাঠাতে ভুল করেননি ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলিয়ান তারকা রবিনহো।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা