অনলাইন ডেস্ক
আইপিএলের বাকি অংশ খেলতে দুবাই পাড়ি দিয়েছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানের সাথে যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা আর হয়ে ওঠেনি। তাই একদিন পরই রওনা হয়েছেন দেশসেরা এ পেসার।
সোমবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজস্থান রয়্যালসের ডেরায় যোগ দিতে স্ত্রীকে নিয়ে দেশ ছেড়েছেন কাটার মাস্টার।
করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের প্রথম পর্বে ভালো পারফর্ম করেছিলেন এই পেসার। রাজস্থান রয়্যালসের খেলা ৭ ম্যাচের সবগুলোতে খেলে ৮ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। তবে উইকেটের চেয়ে ভ্যারিয়েশন আর ইকোনোমি বোলিং করে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেন এই কাটার মাস্টার।
উল্লেখ্য, ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলতে যান মুস্তাফিজ। প্রথমবারেই দারুণ পারফরমেন্স করে সেরা উদীয়মান খেলোয়ারের তকমা পান দ্য ফিজ। মাঝে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে আশানুরূপ পারফরমেন্স করতে না পারলেও এবারের আইপিএলে মুগ্ধতা ছড়িয়েছেন কাটার মাস্টার।