অনলাইন ডেস্ক
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা শুক্রবার বলেছেন, তিনি এ মাসে দলের নেতা হিসেবে পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলে মাত্র এক বছর শাসনের পর কার্যকরীভাবে তার মেয়াদের অবসান ঘটতে যাচ্ছে। তার দলের সেক্রেটারী জেনারেল একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন এলডিপি’র নেতা নির্বাচন করা হবে। যিনিই জিতবেন তিনি জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছ। আগামী ১৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এলডিপি’র দুটি সূত্র জানায়, সুগা মন্ত্রিসভা ও দলে রদবদলের পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন আর তা প্রাসঙ্গিকতা হারিয়েছে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দলের নেতা হওয়ার দৌড়ে রয়েছেন। বৃহস্পতিবার কিশিদা সুগা’র করোনা মোকাবিলার সমালোচনা করেছেন।