অনলাইন ডেস্ক
গত (১৭ আগস্ট) সন্ধ্যায় চামুন্ডি হিলসের কাছে ৬ জন মিলে এক ছাত্রীকে ধর্ষণ করে। পাশাপাশি তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই ছাত্রীকে। বর্তমানে যদিও তার অবস্থা স্থিতিশীল।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের উদ্দেশে একগুচ্ছ নির্দেশিকা জারি করে মাইসোর বিশ্ববিদ্যালয়। আর তারই একটি অংশে লেখা হয়, ‘সন্ধ্যা সাড়ে ছটার পর ছাত্রীদের একা একা ক্যাম্পাসে বসে থাকা বা ঘোরাফেরা করা যাবে না।’ এই নিয়েই শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, ‘পুলিশি নজরদারি, নিরাপত্তা রক্ষী নিয়োগ, সিসিটিভি ক্যামেরার বদলে মেয়েদের উদ্দেশ্যে নির্দেশিকা কেনো দেয়া হল?’
অনেকে পাল্টা যুক্তিও দেন। তারা বলেন, পুলিশি নজরদারি, সুষ্ঠু পরিবেশ যখন নেই-ই, তখন এমনটা করা ছাড়া উপায় নেই। ছাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয়েছে।
ক্যাম্পাসে নিরাপত্তার অভাবের কথা স্বীকার করেছেন পুলিশকর্মীরাও। এখনও পর্যন্ত ঘটনায় ৬ অভিযুক্তের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১ জন পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত ৫ জনের মধ্যে একজন নাবালক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা