অনলাইন ডেস্ক
চতুর্থ দিনে অলি রবিনসনের আগুনে বোলিংয়ে সফরকারীদের ব্যাটিং লাইন-আপ তচনচ হয়ে যায়। তার সঙ্গে ধ্বংসযজ্ঞ চালান ক্রেইগ ওভারটনও।
ভারত প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল মাত্র ৭৮ রানে। জবাবে স্বাগতিক ইংল্যান্ড ৪৩২ রানের পাহাড় গড়ে। দুই ইনিংস মিলিয়েও স্বাগতিকদের স্পর্শ করতে পারেনি ক্যাপ্টেন বিরাট কোহলি দল। হেডিংলি টেস্টে জো রুটের দল এক দিন হাতে রেখেই জিতেছে ইনিংস ও ৭৬ রানে।
এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতায় ফিরল ইংলিশরা। প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্ট জিতে এগিয়েছিল অতিথি ভারত।
২ উইকেটে ২১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারতের দ্বিতীয় ইনিংস থেমে যায় ২৭৮ রানে। সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি চেতশ্বর পূজারা। ৯১ রানে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন এ টপ অর্ডার ব্যাটসম্যান। বিরাট কোহলি আউট হন ৫৫ রান তুলে। আগের দিন ওপেনার রোহিত শর্মা দলীয় স্কোরে যোগ করেন ৫৯ রান। শেষ দিনে ব্যাট হাতে লড়াই জমিয়ে তোলার আভাস দিয়েও ৩০ রানের বেশি তুলতে পারেননি রবীন্দ্র জাদেজা।
ইংল্যান্ড অধিনায়ক জো রুট পিঠ চাপড়ে দিয়েছেন বোলারদের, ‘দারুণ ব্যাপার। নিখুঁত পারফরম্যান্স। শুরু থেকেই আমরা ওদের চাপে রাখতে পেরেছি। সকালে তিনটি মেডেন হয়েছে, তখনই আমার মনে হয়েছে আমরা উইকেট পেতে যাচ্ছি।’
ম্যাচসেরা অলি রবিনসন একাই শিকার করেন পাঁচ উইকেট। তিনটি উইকেট নেন ক্রেইগ ওভারটন।২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ওভালে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর- ভারত ১ম ইনিংস : ৭৮/১০ (৪০.৪ ওভার) রোহিত ১৯, রাহানে ১৮ অ্যান্ডারসন ৬/৩, ওভারটন ১৪/৩ ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৩২/১০ (১৩২.২ ওভার) রুট ১২১, মালান ৭০, হামিদ ৬৮ শামি ৯৫/৪, বুমরাহ ৫৯/২ ভারত ২য় ইনিংস : ২৭৮/১০ (৯৯.৩ ওভার) পূজারা ৯১, রোহিত ৫৯, কোহলি ৫৫ রবিনসন ৬৫/৫, ওভারটন ৪৭/৩ ফল : ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা